জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত গাজায় শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কয়েকজন শিক্ষার্থী ‘প্রজেক্ট লাইফলাইন গাজার’ আওতায় ২০০টি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
হিউম্যান রাইটস সোসাইটি জবির উদ্যোগে এই খাদ্যপ্যাকেটগুলো গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অভ্যন্তরীণ বাস্তুচ্যুত পরিবারের মাঝে বিতরণ করা হয়, যারা উত্তর গাজার বাইত হানুন থেকে যুদ্ধের তীব্রতা থেকে পালিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন।
এই মানবিক উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আটজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের নওশীন নাওয়ার জয়া ও মোহাম্মদ ইব্রাহিম, নৃবিজ্ঞান বিভাগের আম্মার বিন আসাদ, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের জুনায়েদ মাসুদ, ইংরেজি বিভাগের তানজিলা সুলতানা তানি, সিফাত হাসান সাকিব, উম্মে হাবিবা ও আধুনিক ভাষা ইন্সটিটিউটের ওমর ফারুক শ্রাবণ।
নৃবিজ্ঞান বিভাগের আম্মার বিন আসাদ বলেন, তারা একটি স্বল্প পরিসরে শুরু করা এই উদ্যোগকে আগামীতে আরও বড় পরিসরে সম্প্রসারিত করার পরিকল্পনা করছেন। নওশীন নাওয়ার জয়া উল্লেখ করেন, যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার তাগিদে তারা এ প্রকল্প গ্রহণ করেছেন এবং বর্তমানে ২ হাজার ২৬০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ) সংগ্রহ করে ২০০টি পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করেছেন।
জবির হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, এই উদ্যোগ মানবিকতা, ন্যায়বোধ ও বৈশ্বিক দায়বদ্ধতার প্রতিফলন। ‘Project Lifeline Gaza’ একটি আন্তর্জাতিক ছাত্র-যুবকদের স্বেচ্ছাসেবী উদ্যোগ যা গাজার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।