ইবিতে বিএমই ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এপেক্স এভেঞ্জারস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) ফাইনালে এপেক্স এভেঞ্জারসের জয়ের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হয়।
বিভাগের আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় মোট ৬টি দল। প্রতিটি ম্যাচই ছিল ১০ ওভারের সংক্ষিপ্ত ফরম্যাট।
ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের দল এপেক্স এভেঞ্জারস। প্রথমে ব্যাট করে দলটি নির্ধারিত ১০ ওভারে ৭২ রান তোলে ৫ উইকেট হারিয়ে। জবাবে ব্যাট করতে নেমে ২০২১-২২ শিক্ষাবর্ষের সেলিমের নেতৃত্বাধীন ভিক্টোরি স্কোয়ার্ড ৪০ রানেই অলআউট হয়ে যায়। এভাবে এপেক্স এভেঞ্জারস ৩২ রানের বড় ব্যবধানে জয় পেয়ে টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলে।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাহিদ। আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ২০২০-২১ শিক্ষাবর্ষের সাগর।
আয়োজক ইউসুফ বলেন, "এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও নেতৃত্ব গড়ে তোলে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যারা মাঠে নেমে খেলেছে এবং যারা মাঠের বাইরে থেকে সহায়তা করেছে—সবাইকে আন্তরিক ধন্যবাদ।"
বিএমই বিভাগের সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। আজকের টুর্নামেন্টে সবাই খুবই ভালো পারফর্ম করেছে। জয়-পরাজয় যাই হোক, অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাই এমন সফল আয়োজনের জন্য।”