আশুলিয়ায় সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

সবুজে সাজুক আমাদের ভবিষ্যৎ—এই লক্ষ্যকে সামনে রেখে রাজধানী উপকণ্ঠ আশুলিয়ার কবিরপুরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা–২০২৫।
রবিবার (২০ জুলাই) সকাল ১১ টায় অঞ্জনা মডেল হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম আহাম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটি সভাপতি মোহাম্মদ আকবর আলী মোল্লা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা এখন সময়ের দাবি। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হতে হবে অগ্রপথিক।
অনুষ্ঠান শেষে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন।