মহেশপুরে পাচ কোটি টাকা মুল্যের স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিজিবি অভিযান চালিয়ে পাচ কোটি ত্রিরাশি লক্ষ তিন হাজার ছয় শত আঠারো টাকা মুল্যের প্রায় ৪ কেজি ২০৩.১১ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে। তিন টি পোটলার মধ্যে ৩১টি স্বর্ণের বার ছিলো বলে বিজিবি জানিয়েছে।
মহেশপুর ব্যাটারিয়ন ৫৮ বিজিবির উপ অধিনায়ক অতিরিক্ত আবু হানিফ মো: সিহানুক জানান, শনিবার (২৬ জুলাই) উপজেলার কুমিল্লাপাড়া বিওপির টহল দল মেইন পিলার ৬/৭০ হতে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে একজন স্বর্ণ বহনকারী ব্যক্তিকে ধাওয়া করে। এ সময় সে ৩টি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সেখান থেকে এই র্স্ব্ণ উদ্ধার করে। এ ব্যাপারে মহেশপুর থানায় ডায়েরী করা হয়েছে এবং উদ্ধার হওয়া স্বর্ণ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।