ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি, খেলা ও স্বাস্থ্য উপকরণ হস্তান্তর

ঝিনাইদহের মডেল মাধ্যমিক বিদ্যালয়, মডেল প্রাথমিক বিদ্যালয় ও মডেল কমিউনিটি ক্লিনিক উন্নয়নের লক্ষ্যে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন জেলা শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ, রাউতাইল জাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাউতাইল কমিউনিটি ক্লিনিকে কৃষি, খেলাধুলা ও স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী এর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি, খেলাধুলা ও স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করা হয়।
উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুব ফোরামের সভাপতি মেহেদী হাসান, জেলা যুব ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহানা, উপজেলা যুব ফোরামের সদস্য রফিকুল ইসলাম, তানভীর রহমান, জিহাদ বিশ্বাস, মুহাইমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
জেলা যুব ফোরামের সভাপতি বলেন, আশা করি এই উপকরণ ও জ্ঞানমূলক তথ্য প্রাপ্তির ফলে বিভিন্ন বিদ্যালয়ে ও কমিউনিটি ক্লিনিকে তাদের কৃষি, খেলাধুলা ও স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন হবে।