গাইবান্ধায় হ্যাকার চক্রের হোতাসহ দুই জন আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর এক অভিযানে সাইবার অপরাধে জড়িত চিহ্নিত হ্যাকার ও তার সহযোগী এজেন্টকে নিজ বাড়ী থেকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে আটক দুইজনের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২২৫৪টি সিম কার্ড, ১৯ পিছ ইয়াবা ট্যাবলেট, ওয়াকিটকি, সিম কার্ড, নগদ ১২ লক্ষ ৩৬ হাজার টাকা জব্দ করা হয়, প্রযুক্তিগত বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর গ্রামের আজিজুর রহমানের পুত্র মোঃ মাছুম মিয়া ও একই এলাকার মৃত গফুর মিয়ার পুত্র মোঃ সিরাজুল ইসলাম ।
তারা দীর্ঘদিন থেকে অসহায় মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এলাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন দফতরের সরকারি ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গোবিন্দগঞ্জ থানায় পুলিশের নিকট হস্তান্তর করেছেন সেনাবাহিনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বহুদিন ধরেই গোবিন্দগঞ্জ এলাকায় সাইবার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল একটি সক্রিয় গোষ্ঠী। যারা সমাজসেবার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলন করে আসছিলেন। তাদের এই দুজনের বিরুদ্ধে অভিযোগ ছিলো উল্লেখযোগ্য।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, যৌথ বাহিনী দুজন হ্যাকারকে আটক করে থানায় হস্তান্তর করেছেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।