ঝিনাইদহে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ

ঝিনাইদহে দুই টাকায় দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। প্রতি মাসের নিয়মিত আয়োজনের ১৯তম পর্বে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫০ জন অসহায়, সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের জন্য মাত্র দুই টাকায় দুপুরের খাবারের আয়োজন করা হয়।
সেসময় উপস্থিত ছিলেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, দুই টাকায় হাসি পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক (সার্বিক) শামীম রেজা, অর্থ বিষয়ক সমন্বয়ক মোঃ মনিরুল ইসলাম, সহ-অর্থ বিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, মোঃ নাঈম আহমেদ, মোঃ মুহাইমিনুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের ঝিনাইদহ জোনাল ম্যানেজার মোঃ আবু জাফর (কামাল) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের যুব প্রধান ফয়সাল ইসলাম প্রমূখ।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, 'মহান আল্লাহর প্রতি অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করার তৌফিক দান করেছেন এবং সকল শুভাকাঙ্খী ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের শ্রম, বুদ্ধি, অর্থ, সুপরামর্শ ও অক্লান্ত পরিশ্রমের ফলেই দুই টাকায় হাসি কর্মসূচির ১৯ তম ইভেন্ট সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সেই সাথে এই কর্মসূচি পরবর্তী তে চলমান রাখার জন্য সকলকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করছি। আল্লাহ আমাদের সকল কাজ সহজ ও কবুল করুন।'