ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালু ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেসময় সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে আয়োজকরা দাবী করেন, ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল। অথচ হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থার চরম অভাব রয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় আধুনিক প্রযুক্তিগত সেবা থাকা জরুরি। কিন্তু এসবের কিছুই সদর হাসপাতালে নেই। এতে জেলার প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই দ্রুত এসব স্থাপন ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল ঝিনাইদহে স্থাপনের দাবী জানানো হয়।