কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

ঝিনাইদহের কালীগঞ্জে ২৪০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী কাশিপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে।
শুক্রবার (১১ জুলাই) কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত ৮ টার পর উপজেলার কাশিপুর গ্রামে মিজানুর রহমান এর বাড়ি অভিযান চালিয়ে তার উঠান থেকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ ঘোষ বাদি হয়ে গ্রেফতার মিজানুর রহমান এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত মাদক