টানা বৃষ্টিতে লংগদুর সড়ক যোগাযোগ বন্ধ, কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাঙাামাটির লংগদু ও দীঘিনালা উপজেলা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
গত তিন দিনের ভারী ও অতি বর্ষণের কারণে লংগদুর মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লংগদুর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়েছে। রাস্তা ডুবে যাওয়ায় নৌকা দিয়ে মানুষ চলাচল করছে।
পাহাড়ি ঢলে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকায় ফসলী জমি পানিতে তলিয়ে গেছে।
প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খুলে বন্যা কবলিতদের সহযোগিতার প্রস্তুতি নেওয়া হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিল উদ্দিন মাহমুদ বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রশাসন দুর্যোগ মোকাবিলায় সর্বাত্বক প্রস্তুত রয়েছে। তবে এসময়ে সকলের সর্তকর্তা ও সচেতনতা জরুরূ বলে যোগ করেন ইইউএনও।