বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮জুলাই) সকালে বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জেলার স্বাস্থ্য সহকারীরা।
এসময় উপস্থিত বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক ও সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেটে উন্নীত করন টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করা ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রধানসহ ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে বলেন।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঘোষিত ছয় দফা দাবি কর্তৃপক্ষ আমলে নিয়ে যত দিন যাবৎ সন্তোষজনক বিবৃতি না দিবে ততদিন পর্যায় ক্রমে উক্ত কর্মসূচি চলছে চলবে বলেও জানান উপস্থিত বক্তার।
এ সময় কর্মসূচিতে উপস্থিতে বক্তারা আরও বলেন, আমরা মাঠপর্যায়ে সাস্থসেবা নিশ্চিত সহ বিভিন্ন টিকা প্রধান করে জনগণের সাস্থ সেবা দিয়ে আসছি, আমাদের টিকাদানের মাধ্যমে দেশ আজ পলিও মুক্ত হয়ে বিশ্বের কাছে সম্মানজনক অবস্থানে রয়েছে অথচ আমরাই আজ চাকুরীর ক্ষেত্রে বড় ধরনের বৈষম্যের শিকার, তাই উক্ত অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে আমাদের ৬দফা দাবি জানাচ্ছি, রোদ বৃষ্টি উপেক্ষা করে মাঠ পর্যায়ে সেবা দিয়ে আসছি আমরা সাস্থ সহকারী কর্মীরা, অথচ আমাদের নেই কোন পদোন্নতি, সরকার আমদের দিয়ে টেকনিক্যাল কাজ করালে ও আমাদের কোন প্রশিক্ষণের ব্যাবস্থা গ্রহন করা হয় নাই,আমরা চাই অবিলম্ভে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের টেকনিক্যাল পদর্মযাদায় উন্নতি করন করা সহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক, সরকার অনতিলম্বে এই দাবি না মানলে আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো বলে জানান।
এ সময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর বাগেরহাট জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন উপজেলা কমিটির সদস্য ও সাস্থ-সহকারী গণ উপস্থিত ছিলেন।