ছয় দফা দাবীতে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ছয় দফা দাবি আদায়ে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জনের কার্যালয়ে সামনে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার চারটি উপজেলার সকল স্বাস্থ্য সহকারীদের অংশগ্রহণে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়।
তিন'ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে ৬ টি দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে জেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো.সোহাগ হোসেন রাজীব, সাধারন সম্পাদক মামুন মাহমুদ, রশিদুল ইসলাম , রবিউল ইসলাম, ওহিদুজ্জামান, মশিউর রহমানসহ অন্যান্য নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জাতিসংঘ কর্তৃক সাউথ সাউথ পুরস্কার, ভ্যাকসিন হিরো, এমডিজি-৪ সহ দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিকাদানকারীর পুরস্কার অর্জনসহ মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো, পোলিও মুক্তকরন এ সব অর্জন তাদের অবদান। নির্বাহি আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ১৪ তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীতকরনসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন তারা।