চিলমারীতে গাছের ভেতরে জ্বলছে আগুন, দেখতে মানুষের ভীড়

পুরোনো কড়াই গাছের ভেতর দীর্ঘ সময় ধরে জ্বলছে আগুন। পুড়ে যাচ্ছে গাছের ভেতরের অংশ। এ নিয়ে কৌতূহলী মানুষের ভীড়। সবার একটাই প্রশ্ন কীভাবে লাগলো এ আগুন। অনেকের ধারণা কেউ আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু ধরিয়ে দেয়া আগুন এতো সময় ধরে জ্বলছে মিটমিট করে এও অবিশ্বাস্য। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে গাছের আগুন নেভাতে ব্যর্থ হলে মানুষের কৌতূহল আরও বাড়ে। শেষে আগুনে পুড়ে ভেঙে পড়ে গাছের ডাল। এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১ জুলাই) সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনের কাছে। বিস্ময়কর এ ঘটনা দেখতে ভীড় বাড়তে থাকে মানুষের।
রমনা মডেল ইউনিয়নে মাষ্টার পাড়া এলাকা মামুন মিয়া বলেন, আজ সকালে শুনি গাছটি থেকে ধোয়া বের হচ্ছে। আগুনও জ্বলছে। মামুষজন ছুটে আসছে। জানিনা কেউ আগুন ধরিয়ে দিয়েছে কিনা। উপস্থিত অনেকের বক্তব্য কেউ ধরিয়ে দেয়নি।
দেখতে আসা আলামিন, আমেনা বেগম, আসাদুজ্জামানসহ অনেকেই একইভাবে বলেন, আমরা লোকমুখে খবর পাই রমনা রেল স্টেশনের ওখানে একটি গাছে আগুন লেগেছে। এসে দেখি সত্যিই গাছে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কমীরা এসেও আগুন নেভানোর চেষ্টা করেও পারছেনা। আসলে এ আগুন কোথা থেকে আসল আমরাও বুঝতে পারছি না। স্কুলশিক্ষার্থী আশামনি খাতুন বলেন, স্কুল থেকে বান্ধবীদের সঙ্গে এখানে দেখতে এসেছি। আগুন জ্বলছে। দীর্ঘক্ষণ আগুন জ্বলার পর গাছের পোড়া অংশে একটি ডাল ভেঙে পড়ে।
চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো.ফারুক হোসেন বলেন, ঘটনাটি শোনার পর সকালে এসে দেখি গাছে আগুন জ্বলছে আগুন নেভানোর চেষ্টা করেছি কিন্তু আগুন না নেভায় আমরা চলে আসি আবার এসে দেখে আগুন জ্বলছে আমরা চেষ্টা করছি।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। সকালে গিয়েছিলাম। ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সব দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। পরে শোনা গেছে পুড়ে যাওয়া অংশে একটি গাছের ডাল ভেঙে গেছে।