মাদকসহ ধরা পড়লেন মাদ্রাসা শিক্ষক, এলাকায় চাঞ্চল্য

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ মাসুদ রানা ওরফে হারুন রশিদ (৪৮) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। একজন শিক্ষককে মাদকের মতো অপরাধে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মাঝে বিস্ময় ও মর্মাহত প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গ্রেপ্তারকৃত মাসুদ রানা কেন্দুয়ার পাইকুড়া ইউনিয়নের পেছন্দরি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়ার পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ পেছন্দরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার (২১ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাসুদ রানার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মাসুদ রানা একজন মাদ্রাসা শিক্ষক হলেও গোপনে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “গ্রেপ্তারকৃত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”