গুমের নয় বছর পর সেই পথেই সালাহউদ্দিন - এবার ক্যামেরার সামনে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ হঠাৎ হাজির হয়েছেন সিলেটের তামাবিল সীমান্তে— সেই পথেই, যেখান দিয়ে নয় বছর আগে তাকে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এবার অপহরণ নয়, সেই ঘটনার অভিনয়ে অংশ নিতে গিয়েছেন তিনি।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সীমান্ত এলাকা ঘুরে দেখেন সালাহউদ্দিন। ওই পথেই তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয়েছিল বলে জানান তিনি। পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে ২০১৫ সালের সেই রাতের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
তিনি বলেন, “আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তো কিছুই বুঝিনি। ভেবেছিলাম হয়তো ক্রসফায়ারে নেওয়া হচ্ছে। এখন মনে হচ্ছে এই রাস্তা দিয়েই আমাকে বর্ডার ক্রস করানো হয়েছিল।”
সালাহউদ্দিন জানান, শিলংয়ে চোখের বাঁধন খুলে দেওয়ার পর বুঝতে পারেন যে হয়তো এবার তাকে ছেড়ে দেওয়া হবে। “পরে পথচারীদের সহায়তায় পুলিশের কাছে যাই, কিন্তু তারা আমাকে পাগলাগারদে পাঠায়। তখন ভাবছিলাম, হয়তো সারা জীবন এখানেই কাটাতে হবে।”
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের সময়কার গুম-খুনের ওপর একটি ডকুমেন্টারি নির্মাণ করা হচ্ছে। সেই কাজের অংশ হিসেবেই সীমান্ত পরিদর্শনে অংশ নেন সালাহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ নিখোঁজ হওয়ার ৬৩ দিন পর ভারতের শিলংয়ে তাকে পাওয়া যায়। সেখানে আইনি জটিলতায় প্রায় নয় বছর কাটানোর পর শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরার অনুমতি পান তিনি। ৬ আগস্ট ট্রাভেল পাশ পাওয়ার পর ১১ আগস্ট দেশে ফেরেন।


