টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’: বিসিবি
লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা নারী পেসার জাহানারা আলম বিস্ফোরক অভিযোগ তুলেছেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, বাংলাদেশ নারী দল ‘সিন্ডিকেটে’ চলে, আর অধিনায়ক জ্যোতি জুনিয়র ক্রিকেটারদের মারধর করেন, কিটব্যাগ টানান, এমনকি মাথা টিপিয়ে নেন।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আরও বলেন, তাকে ইচ্ছাকৃতভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা এই ক্রিকেটারের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি বলেছে, “নারী দলের সাবেক এক ক্রিকেটার জাতীয় দলের বর্তমান অধিনায়ক, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে নিয়ে যেসব গুরুতর অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”
বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ নারী দল যখন আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত ভালো করছে, তখন এমন অবমাননাকর ও বিভ্রান্তিকর দাবি অত্যন্ত দুঃখজনক। এটি দলের মনোবল ও ঐক্য নষ্টের অসৎ প্রচেষ্টা ছাড়া কিছু নয়।”
বিসিবি স্পষ্ট করে জানিয়েছে, তারা কোনো প্রমাণ পায়নি যা জাহানারার অভিযোগের পক্ষে যায়। বরং বোর্ড নারী দলের নেতৃত্ব, খেলোয়াড় ও স্টাফদের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জানাচ্ছে।


