বাংলাদেশ দলের দুই ক্রিকেটার ইনজুরিতে, আয়ারল্যান্ড সিরিজে খেলতে পারবেন না
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান এবং শরিফুল ইসলাম ইনজুরিতে পড়েছেন। উভয় খেলোয়াড়কে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশীষ চৌধুরী।
সোহান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলতে গিয়ে গোড়ালিতে ব্যথা অনুভব করেছিলেন। বিসিবির মেডিকেল বিভাগ তার পরীক্ষা করে গোড়ালিতে টান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাকে ১৫-২০ দিন খেলার বাইরে থাকতে বলা হয়েছে, যার ফলে নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া দুই টেস্টে তিনি খেলতে পারবেন না। তবে ফিট হয়ে এলে ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া টি-২০ সিরিজে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। গ্রেড ওয়ান ইনজুরি থাকায় তাকে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তার পুনঃপরীক্ষার পরই জানা যাবে তিনি কবে মাঠে ফিরতে পারবেন। তাই শরিফুলও আয়ারল্যান্ডের টেস্ট সিরিজে খেলতে পারছেন না।


