পেশিতে টান, মারুফার পরবর্তী খেলা অনিশ্চিত—বাংলাদেশ নারী দল চিন্তিত
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ বোলার মারুফা আক্তার চোটে পড়েছেন। পাকিস্তানের বিপক্ষে দুই ইনস্যুইংয়ে দারুণ বোলিং দেখানো মারুফা ইংল্যান্ডের বিরুদ্ধে ও ধাঁরালো বোলিং করেছেন। তবে মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গুয়াহাটিতে হেরে যাওয়া ম্যাচে পেশিতে টান অনুভব করায় পরবর্তী বোলিং করতে পারেননি।
নারী দলের চিকিৎসক জানিয়েছেন, মারুফার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার পরবর্তী ম্যাচে খেলা হবে কি না, তা ফিটনেস রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ নারী দলের ম্যানেজার ফাইয়াজ জানিয়েছেন, আশা করছেন পরের ম্যাচে দলকে তরুণ বোলারটি সাহায্য করতে পারবেন।
পাকিস্তানের বিপক্ষে মারুফা ৩১ রানে ২ উইকেট নেন। ইংল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ২ উইকেট তুলে নিয়েছেন। তবে ইংল্যান্ডের ম্যাচে পূর্ণ বোলিং কোটা করতে না পারায় দলের জয়ের স্বপ্ন পূরণ হয়নি। পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ লড়াই করে হেরে যায় ৪ উইকেটে।
বাংলাদেশ আগামী শুক্রবার (১০ অক্টোবর) নিউজিল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে খেলবে। মারুফা সুস্থ থাকলে দলের জন্য এটি বড় স্বস্তি হবে।


