সিরিজে টিকে থাকতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে বাংলাদেশ!
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যর্থতার তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হারে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ব্যর্থতার চিত্র ছিল স্পষ্ট। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে ওঠা এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাওহিদ হৃদয় ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১০১ রানের জুটি কিছুটা আশার আলো জ্বালালেও শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয় দলটি।
ম্যাচ শেষে মিরাজ বলেন, “আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। আগের ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করার চেষ্টা করব।”
দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে না থাকা মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন দলে। তিন স্পিনার নিয়ে নামলে একজন পেসার কমানো হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।


