আজ বাংলাদেশের ফুটবলে ইতিহাস গড়ার দিন: হংকং চায়নার বিপক্ষে কঠিন লড়াই!
বাংলাদেশের জাতীয় ফুটবল দল আজ রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে। ফিফা র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সঙ্গে লড়াই হবে কঠিন। এই ম্যাচে জয় ছাড়া বাংলাদেশের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন টিকে থাকবে না।
বাংলাদেশের মেয়েরা ইতিমধ্যেই জুলাইয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে ছেলেদের দল ১৯৮০ সালের পর দ্বিতীয়বারের মতো চূড়ান্ত পর্বে খেলতে চাইছে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করেছে—গোলশূন্য ড্র ভারতের সঙ্গে ও ২-১ গোলে হার সিঙ্গাপুরের কাছে। অন্যদিকে হংকং দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
দলের মূল আকর্ষণ লেস্টার সিটির হামজা চৌধুরী, যিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক—দুই ভূমিকাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এছাড়া শমিত সোম ও ফাহামিদুল ইসলাম দলের মাঝমাঠকে শক্তিশালী করেছে। তবে দুই সেন্টার ব্যাক তপু বর্মণ ও তারিক কাজী এবং ফরোয়ার্ড আল আমিন পুরোপুরি ফিট নন।
বাংলাদেশ কোচ বলেছেন, “হংকং ম্যাচ আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি প্রস্তুত। দর্শকভর্তি স্টেডিয়াম আমাদের মানসিকতাকে আরও উজ্জীবিত করবে। হংকং দলের শক্তি, দুর্বলতা সবই আমরা বিবেচনা করেছি। আমরা আত্মবিশ্বাসী।”
এছাড়া, হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ কখনো জিততে পারেনি—চার ম্যাচে হংকংয়ের জয় তিনটি, একটি ড্র। হংকং দলের ইংলিশ কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেছেন, “বাংলাদেশ ভালো দল। আমরা চেষ্টা করব ভালো পারফর্ম করতে।”
আজকের ম্যাচে ৪৫ বছরের অপেক্ষার ইতি টানার স্বপ্ন দেখছে বাংলাদেশ।


