ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে পরাজিত বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় আবারও হতাশ করেছে বাংলাদেশ দল। টপ অর্ডারের বিপর্যয় এবং লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়নি লাল-সবুজরা। তবে বোলিংয়ে লড়াই করেও শেষ রক্ষা হয়নি। আজমতউল্লাহ ওমরজাই ও হাসমতউল্লাহ শহিদির জুটিতে ১৭ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পেয়েছে আফগানিস্তান।
গতকাল বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের ফিফটির পরও ৪৮ ওভার ৫ বলে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, ওমরজাই এবং শহিদির ব্যাটে সহজ জয় পায় আফগানরা।
ইনিংসের শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ। চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওপেনার তানজিদ হাসান তামিম (১০)। ষষ্ঠ ওভারে একই বোলারের বলে মিড-অফে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত (২)। অভিষিক্ত সাইফ হাসানও শুরুটা ভালো করলেও ৩৭ বলে ২৬ রানের বেশি করতে পারেননি।
এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। এ জুটিতে আসে ১০১ রান। ৭৫ বলে ফিফটি তুলে নেন হৃদয়— যা তার টানা তৃতীয় ওয়ানডে ফিফটি। তবে ৫৬ রানে রানআউট হয়ে ফেরেন তিনি। অধিনায়ক মিরাজও খেলেন ৭৪ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস। কিন্তু এই দুই সেট ব্যাটার ফেরার পরই ধস নামে বাংলাদেশে।
জাকের আলি (১০) ও নুরুল হাসান সোহান (৭) ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন। শেষদিকে তানজিম হাসান সাকিব (১৭) ও তানভির ইসলাম (১১) মিলে কিছুটা লড়াই করলেও দলটি থামে ২২১ রানে।
অল্প পুঁজি নিয়েও লড়াইয়ের চেষ্টা করে বাংলাদেশ। তবে নতুন বলে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ কোনো সাফল্য আনতে পারেননি। ১০ম ওভারে তানভির ইসলামের স্পিনে ভাঙে আফগানদের উদ্বোধনী জুটি— ইব্রাহিম জাদরান (২৩) স্টাম্পড হন সোহানের হাতে।
তানজিম হাসান সাকিব দুর্দান্ত বোলিং করে ফিরিয়ে দেন সেদিকুল্লাহ অটল (৫) ও রহমত শাহ (৫০)-কে। পরের ওভারে মেহেদি মিরাজ ফেরান রহমানউল্লাহ গুরবাজকে (৫০)।
তবে শেষদিকে আজমতউল্লাহ ওমরজাই (৪০) ও হাসমতউল্লাহ শহিদি (অপরাজিত ৩৫)-এর ব্যাটে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের। আফগানরা ৪৭.১ ওভারে ৫ উইকেটে ২২২ রান তুলে জয় নিশ্চিত করে।
তানজিম সাকিব নেন ৩ উইকেট, মিরাজ ও তানভির নেন ১টি করে।
এই হারে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে গেল বাংলাদেশ। আগামী শনিবার (১১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে মেহেদি হাসান মিরাজের দল।


