রেকর্ডের পর রেকর্ড, পাকিস্তানের স্বপ্ন ভাঙল মুনি–কিংয়ের ব্যাটে!
অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনোই জয় পাওয়া হয়নি পাকিস্তান নারী দলের। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু বেথ মুনি ও অ্যালানা কিংয়ের নবম উইকেটে বিশ্বরেকর্ড গড়া জুটিতে আবারও হতাশ হতে হলো ফাতিমা সানাদের দলকে।
বুধবার (৮ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। ১১৫ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল দলটি। কিন্তু নবম উইকেটে মুনি ও কিংয়ের ১০৬ রানের রেকর্ডময় জুটিতেই ৫০ ওভার শেষে তারা দাঁড় করায় ৯ উইকেটে ২২১ রানের লড়াকু সংগ্রহ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে পাকিস্তান শিবিরে। মাত্র ১৩ ওভারের মধ্যেই ৩১ রানে হারায় ৬ উইকেট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ৩৭তম ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান, ফলে অস্ট্রেলিয়া জয় পায় বিশাল ১০৭ রানে।
বেথ মুনি খেলেন ১১৯ বলে ১১৯ রানের দুর্দান্ত সেঞ্চুরি, যাতে ছিল ১১টি চার। অপর প্রান্তে কিং অপরাজিত থাকেন ৪৯ বলে ৫১ রানে— যা অস্ট্রেলিয়ার জার্সিতে তার প্রথম ফিফটি। এই জুটির ১০৬ রান নারী ওয়ানডেতে নবম বা এর নিচের উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ।
এর আগে সর্বোচ্চ ছিল ৭৭ রানের জুটি, যা করেছিলেন অ্যাশলি গার্ডনার ও কিম গার্থ ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার মুনি–কিং সেই রেকর্ড ভেঙে দিলেন অনায়াসেই।
অস্ট্রেলিয়া সপ্তম উইকেট হারানোর পর যোগ করে ১৪৫ রান— যা নারী ওয়ানডে ইতিহাসে সপ্তম বা তার নিচের উইকেটের সর্বোচ্চ স্কোর। এছাড়া ১০ নম্বরে নেমে কিংয়ের ৫১ রানের ইনিংস নারী ওয়ানডেতে দশম বা একাদশ ব্যাটার হিসেবে সর্বোচ্চ রেকর্ডও গড়ে দিয়েছে।
এই জয়ে তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল নিউজিল্যান্ডকে, আর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। অন্যদিকে, পাকিস্তান তিন ম্যাচেই হারের মুখ দেখল— আগের দুটি ম্যাচে তারা হেরেছিল বাংলাদেশ ও ভারতের বিপক্ষে।


