বিশ্ব শিক্ষক দিবস-২০২৫: শিক্ষকতার মর্যাদা ও শিক্ষকের দায়িত্বের প্রতি সম্মান!
রবিবার (৫ অক্টোবর) দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এ দিবসটি শিক্ষকদের অবদান, দায়িত্ব ও মর্যাদা তুলে ধরার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী উদ্যোগকে স্বীকৃতি দেওয়ার প্রতীক হিসেবে পালন করা হয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানটির উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান। তিনি বলেন, “শিক্ষক সমাজ দেশের ভবিষ্যৎ গঠনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের প্রয়োজনীয় সহায়তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
অধ্যাপক আজাদ আরও জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির দাবি ও বিএড স্কেলের জটিলতা সমাধানে মাউশি কাজ করছে। তিনি বলেন, “শিক্ষকদের সমস্যা সমাধানে মন্ত্রণালয়-মাউশির সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।”
অনুষ্ঠানে শিক্ষকদের জন্য অনারারি সার্টিফিকেট প্রদান, শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে ফুল তুলে দিয়ে সম্মান জানান।
বিশ্ব শিক্ষক দিবসটি কেবল শিক্ষকতা পেশার মর্যাদা বৃদ্ধিই নয়, বরং সমাজে শিক্ষকের ভূমিকা ও কর্তব্যকে আরও প্রকাশিত করার একটি সুযোগ হিসেবে বিবেচিত হয়।


