জামায়াতের সমাবেশে যোগ দিলেন এনসিপির নেতা সারজিস আলম

জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিলেন এনসিপির সারজিস আলম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শনিবার দুপুর ৩টার দিকে সমাবেশে যোগ দেন তিনি।
সমাবেশে যোগ দিয়েছেন—খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, এনসিপির নেতা আখতার হোসেন, সারজিস আলম। তবে আমন্ত্রণ করেনি ২৪ বছরের জোটসঙ্গী বিএনপিকে। পিআরের পক্ষে থাকার পরও দলত্যাগী জামায়াতের সাবেক নেতাদের দল এবি পার্টিকেও।
সমাবেশ আরও যোগ দেন- জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী, ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম, শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।
এর আগে আজ দুপুর সোয়া ২টার দিকে জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে সব দলের জন্য সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়।
তারও আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পীগোষ্ঠী সংগীত পরিবেশন করে।