জামায়াতের সমাবেশে বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বিএনপিকে কোনো দাওয়াত দেওয়া হয়নি। ফলে বিভিন্ন দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে সমাবেশে অংশ নিলেও বিএনপির কোনো নেতা সেখানে যাননি।
শনিবার (১৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সমাবেশে বিএনপিকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি।