ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ

জাতীয় বিপ্লবী পরিষদ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের (OHCHR) অফিস খোলার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। দলটি বলেছে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি শেখ হাসিনার পতনের পর উল্লেখযোগ্য উন্নতি করেছে, তাই ঢাকায় অফিস খোলার প্রয়োজন নেই। তারা দাবি করেছে, মানবাধিকার হেফাজতের জন্য গাজা, কাশ্মীর ও আরাকানে অফিস খোলা উচিত, কারণ সেখানে মুসলমানরা জাতিগত নিধনের শিকার।
শুক্রবার (৪ জুলাই) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়্যেদ কুতুবসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
মোহাম্মদ শামসুদ্দীন বলেন, “জাতিসংঘ বিশ্বজুড়ে মুসলিম গণহত্যা রোধে ব্যর্থ হয়েছে, অথচ ঢাকায় অফিস খোলার চেষ্টা চলছে। আমরা ঢাকায় এই অফিস চাই না।” তিনি বাংলাদেশের আইনে সমকামিতা অপরাধ উল্লেখ করে জাতিসংঘের নতুন দূত রিচার্ড এস হাওয়ার্ডের নিয়োগ বাতিলের দাবি করেন।
সাইয়্যেদ কুতুব ইসরাইলের গাজায় চলমান গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, “ইসরাইলকে অস্ত্র সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ইউরোপ। তাদেরও এ গণহত্যার দায় নিতে হবে।”
বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ বলেন, “মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনে হত্যাযজ্ঞের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, বরং বিভিন্ন কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ব্যাপারে নীরব।”
আব্দুল হামিদ আস সাফওয়ান ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে গাজায় চলমান গণহত্যা রোধে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।