মুসলিম দেশগুলোকে বেকারত্ব কমানো ও পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মুসলিম দেশগুলোকে বেকারত্ব হ্রাস, দারিদ্র দূরীকরণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনার জন্য একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মুসলিমদের যথাযথ সহায়তা দেওয়া প্রয়োজন এবং থ্রি-জিরো তত্ত্ব অনুসরণ করলে মুসলিম বিশ্বের উন্নয়ন, পরিবেশ রক্ষা, কর্মদক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।
ঢাকায় অনুষ্ঠিত এই সামিটে প্রায় ১৫টি মুসলিম দেশের পঞ্চাশাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা এই সম্মেলনকে শুধু আলোচনার মঞ্চ নয়, বরং একটি আন্দোলন ও পরিবর্তনের উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তারা বিশ্বাস প্রকাশ করেন যে, সামাজিক ব্যবসার মাধ্যমে মুসলিম বিশ্ব আরও ন্যায়ভিত্তিক ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
অংশগ্রহণকারীরা অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে প্রশংসা করে বলেন, ক্রান্তিকালের মধ্য দিয়ে যেসব দেশ যাচ্ছে, তাদের প্রতি সহায়তা বৃদ্ধি করতে হবে এবং মুসলিম দেশগুলোকে সমন্বিত ও ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে বর্তমান সংকট মোকাবিলায় এগিয়ে আসতে হবে।