‘জুলাই সনদ’ আদায়ে প্রস্তুতির আহ্বান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট শহিদ মিনারে সমবেত হয়ে ‘জুলাই সনদ’ ও ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের লক্ষ্যে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক পথসভায় এ আহ্বান জানান তিনি। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ ষষ্ঠ দিনে। এর আগে গোরহাঙ্গা রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে নিউ মার্কেট ঘুরে সাহেববাজারে এসে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, “গণহত্যার দায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দেখতে চাই। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দেওয়া—যা ইনসাফ ও মানুষের অধিকার নিশ্চিত করবে। পরিবারতন্ত্র ও স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “রাজশাহীর পথসভা জুলাই পদযাত্রার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এক বছর আগে যেভাবে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, সেভাবেই এবার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আবার রাজপথে নেমেছি। ৫ আগস্টের পর নানা ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছিল, আমরা স্বীকার করছি—ভুল ছিল, সীমাবদ্ধতাও ছিল। এবার সেই ভুল আর করব না।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য ছিল গণভবন, এখন লক্ষ্য জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করব। রাজশাহীর ঐতিহ্য, শিক্ষা ও শিল্প বিকাশে আমরা আবারও পুনর্গঠনের কাজ শুরু করতে চাই। উন্নয়ন কেবল ঢাকায় নয়, সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এজন্য চাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ।”
পদ্মার পাড় থেকে নতুন কর্মসূচির বার্তা দিয়ে তিনি বলেন, “প্রয়োজনে রাজশাহী থেকেই আবার ফারাক্কা লংমার্চের মতো আন্দোলন শুরু করব। রাজশাহীতে কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও শিল্পায়নের জন্য আমরা কাজ করব। জুলাই পদযাত্রা হলো দুর্নীতিমুক্ত, ন্যায়ের ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশের বার্তা।”