উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণে ১১ বছরের প্রকল্পেও কাঙ্ক্ষিত বাস্তবায়ন হয়নি, আইএমইডি চিহ্নিত করেছে ৮টি বড় ত্রুটি

দেশের ২৩৩টি উপজেলায় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে নেওয়া উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প সময়মতো বাস্তবায়ন হয়নি। বরং প্রকল্পটি শেষ হতে সময় লেগেছে প্রায় ১১ বছর, যা প্রাথমিকভাবে নির্ধারিত সময়ের চেয়ে ১৬৪ শতাংশ বেশি। ব্যয়ও বেড়েছে ৮৪.৫৫ শতাংশ, যেখানে অনুমোদিত ব্যয় ছিল ৭৭৪ কোটি ৮৫ লাখ টাকা, সেখানে শেষ পর্যন্ত খরচ হয়েছে ১,২২৭ কোটি ৩২ লাখ টাকা।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (IMED) বলছে, প্রকল্প বাস্তবায়নে বড় ধরণের ৮টি কাঠামোগত ত্রুটি ও দুর্বলতা ছিল, যার ফলে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব হয়নি।
আইএমইডির চিহ্নিত ৮টি প্রধান ত্রুটি:
১. সম্ভাব্যতা সমীক্ষার অভাব, ২. লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মপরিকল্পনার ঘাটতি, ৩. এক্সিট প্ল্যান না থাকা, ৪. যথাযথ তদারকি না করা, ৫. নিয়মিত অডিট না হওয়া, ৬. রক্ষণাবেক্ষণের জন্য জনবল ও বাজেটের অভাব, ৭. পিএসসি ও পিআইসি সভার অনিয়মিততা, ৮. ভূমি অধিগ্রহণ ও স্থান নির্বাচন জটিলতা
১১ বছরে বাস্তবায়ন, তবুও অসম্পূর্ণ কাজ
প্রকল্পটির আওতায় ৬৪ জেলার ২৩৩টি উপজেলায় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করা হয়। তবে স্থান সংক্রান্ত জটিলতায় ৮টি উপজেলায় সম্প্রসারিত কমপ্লেক্স ভবন, ১৬টি হলরুম এবং ২১টি আবাসিক ভবনের নির্মাণ অসম্পূর্ণ থেকে যায়।
অথচ এই প্রকল্পটি ২০১১ সালের এপ্রিল থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত, মাত্র ৪ বছরে বাস্তবায়নের লক্ষ্য ছিল। কিন্তু পরবর্তীতে দুইবার সংশোধন ও তিনবার মেয়াদ বাড়ানো হয়। শেষমেশ প্রকল্পের কাজ ২০২২ সালের জুনে এসে সম্পন্ন হয়।
আইএমইডির পর্যবেক্ষণ প্রতিবেদনে দেখা গেছে, কিছু ভবনের দেওয়াল ও অ্যাপ্রোনে ফাটল, প্লাস্টারিং ও রডের কাজে ত্রুটি, প্লাম্বিং লাইন দুর্বল সংযোগ, এবং নির্মিত ভবনের পারিপার্শ্বিক পরিবেশে পর্যাপ্ত পরিচ্ছন্নতা ও নান্দনিকতার অভাব রয়েছে।
যদিও অধিকাংশ সুবিধাভোগী ভবনগুলোর কাজকে “সন্তোষজনক” বলেছেন, তবুও এক-তৃতীয়াংশ উত্তরদাতা জানিয়েছেন দেয়ালে ড্যাম্প বা নোনা দেখা গেছে।