‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত শাহরুখ খান, এক মাসের বিশ্রামে বলিউড সুপারস্টার

বলিউড কিং শাহরুখ খান ‘কিং’ সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছেন। বয়স ৬০ পার করলেও এখনো প্রতিদিন কঠোর পরিশ্রম করে চলেছেন এই জনপ্রিয় অভিনেতা। মুম্বাইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে চলছিল সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং, সেখানেই দুর্ঘটনার শিকার হন শাহরুখ।
তাঁর আঘাতের ধরন ও গুরুত্ব নিয়ে সরাসরি কিছু না জানালেও, ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয়টি গুরুতর নয়—শুধুমাত্র পেশিতে আঘাত পেয়েছেন তিনি। তা সত্ত্বেও দ্রুত চিকিৎসার জন্য শাহরুখ ও তার টিম যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। জানা গেছে, সেখানে তার অস্ত্রোপচারও হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আগামী এক মাস পুরোপুরি বিশ্রামে থাকবেন এই সুপারস্টার।
এই অবস্থার কারণে জুলাই-আগস্ট মাসে ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো ও ওয়াইআরএফে 'কিং'–এর জন্য নির্ধারিত শুটিং বাতিল করা হয়েছে। পরবর্তী শুটিং শুরু হবে সেপ্টেম্বর-অক্টোবরে, তখনই তিনি পুরোপুরি ফিট হয়ে কাজে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
‘কিং’ সিনেমায় শাহরুখ এক আন্ডারওয়ার্ল্ড ডনের ভূমিকায়, যেখানে তার শিষ্যর চরিত্রে থাকছেন মেয়ে সুহানা খান। এটি সুহানার প্রথম বড় পর্দার সিনেমা। আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন ও রানী মুখার্জী। পরিচালনায় রয়েছেন ‘পাঠান’খ্যাত সিদ্ধার্থ আনন্দ, প্রযোজনায় মারফ্লিক্স এন্টারটেইনমেন্ট ও শাহরুখের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ।
ভারত ছাড়াও ইউরোপের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হবে। মুক্তির সম্ভাব্য সময় ২০২৫ সালের শেষ ভাগ কিংবা ২০২৬ সালের শুরুর দিকে।
উল্লেখ্য, ‘কিং’ শেষ করার পর শাহরুখ আবারও যোগ দেবেন ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে—চলবে ‘পাঠান ২’-এর কাজ।