এসএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৬৮.৪৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১.৩৯ লাখ শিক্ষার্থী

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। এর আগের বছর, ২০২৪ সালে, পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
১০ জুলাই দুপুরে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ছাড়াও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে। এ উপলক্ষে আনুষ্ঠানিক কোনো আয়োজন না থাকলেও ঢাকা শিক্ষা বোর্ডের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সার্বিক তথ্য তুলে ধরা হয়।
ফলাফল জানার জন্য শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফল দেখতে পারবে। মোবাইলের মাধ্যমে ফল জানতে হলে, নির্ধারিত ফরম্যাটে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের ফল জানতে হবে www.bmeb.gov.bd অথবা education board-এর নির্ধারিত ওয়েবসাইটে। আগ্রহীরা চাইলে এসএমএসের মাধ্যমে প্রি-রেজিস্ট্রেশন করে ফল হাতে পেতে পারেন।
প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে হলে eboardresults.com ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট EIIN নম্বর ব্যবহার করতে হবে।
কারিগরি বোর্ডের ফল দেখা যাবে www.bteb.gov.bd সাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে। এছাড়া ব্যক্তিগত ফলও রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পাওয়া যাবে। এসএমএসে ফল জানতে হলে নির্ধারিত কোডে টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা আগের বছরের তুলনায় এক লাখ কম। ফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়ন নীতির ভিত্তিতে।