ব্রাক -সমকাল সাহিত্য সম্মাননা পেল নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক উম্মে ফারহানা

ব্রাক-সমকাল সাহিত্য পুরস্কার- ২০২৩ এ 'তরুণ সাহিত্য পুরস্কার' ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা।
শুক্রবার (৪ জুন) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
২০২৩ সালে তার রচিত 'টক টু মি' গল্পগ্রন্থের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে। এ সময় তাকে এক লক্ষ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তির বিষয়ে উম্মে ফারহানা বলেন ,আমি স্কুলে থাকতে দুই একবার রচনা প্রতিযোগিতা আর যেমন খুশি তেমন সাজোতে পুরস্কার পেয়েছিলাম। লেখার জন্য এওয়ার্ড এই প্রথম পেলাম। তাই খানিক উদযাপন করছি। জীবন অনেক ছোট, আরেকটা পুরস্কার পাওয়া পর্যন্ত বাঁচি কিনা কে জানে!
উল্লেখ্য, এবার ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২৩ পেয়েছেন দেশের চার সাহিত্যিক। চারটি ক্যাটাগরিতে তিনি ছাড়াও পুরস্কার পেয়েছেন- আজীবন সম্মাননায় হাসনাত আবদুল হাই, প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদের জন্য সম্মাননা পেলেন আমিনুল ইসলাম ভুঁইয়া, তার সাহিত্য কর্ম প্লেটো প্রবেশিকা, কবিতা ও কথাসাহিত্যে পুরস্কার পেয়েছেন ধ্রুব এষ।