মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ: নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

রাজধানীর মিটফোর্ডে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ও সারাদেশে চলমান হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত শুক্রবার (১১ জুলাই) রাত সারে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের নিচ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে । এরপর মিছিলটি আবার বিদ্রোহী হলের নিকটে এসে প্রতিবাদী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা “সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “সন্ত্রাসীরা উল্লাস করে, ইন্টারিম কী করে?”, “জবাব জবাব জবাব দে, নইলে গদি ছেড়ে দে”,,“আমার ভাই মরল কেন? ইন্টারিম জবাব দে” “খুন ধর্ষণ নিপীড়ন, রুখে ফেলো জনগণ”, “দিয়েছি তো রক্ত, আরও দিব রক্ত”; “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়” স্লোগান দেয়।
মিছিল পরবর্তী বক্তব্যে ফোকলোর বিভাগের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার বলেন, “এই মর্মান্তিক খুন নিয়ে আমাদের প্রতিবাদ সমাবেশ করার দরকার ছিল না, প্রশাসন যদি আগের ঘটনার সুষ্ঠু তদন্ত করতো, বিচার করতো এবং আইনশৃঙ্খলা বাহিনীকে স্বাভাবিক রাখতো তাহলে আজকে আমার ভাই মারা যেত না। এটা একটা রাষ্ট্রীয় খুন, এটার দায় অবশ্যই ইন্টারিম সরকারকে নিতে হবে। তারা যদি এটার সুষ্ঠু তদন্ত না করতে পারে, সে বিএনপি হোক বা যে দলেরই হোক সেটা দেখার বিষয় না। এই মর্মান্তিক খুন, এই ট্রমাটাইজ হয়ে যাওয়ার দৃশ্য আমরা আর দেখতে চাই না। আমরা বলতে চাই, এর সুষ্ঠু বিচার করুন এবং এমন দৃষ্টান্ত তৈরি করুন যেন এই রকম খুন করার মানসিকতা কারোরই না হয় সমাজে।”
এই ঘটনার কিছু পরেই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির বিজ্ঞপ্তি প্রকাশ করে।