দীর্ঘদিন অনুপস্থিত :নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাবেক দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা। এদের মধ্যে একজনকে স্থায়ীভাবে ও আরেকজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে জানা গেছে ।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩০ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠকে তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সিন্ডিকেটের অনুমোদনের সাপেক্ষে চুড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলেও জানানো হয়।
দুজনের মধ্যে সহকারী রেজিস্ট্রার মাহমুদুল আহসান লিমনকে স্থায়ীভাবে এবং সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, বহিস্কৃত সহকারী রেজিস্ট্রার জাকিবুল হাসান রনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাহমুদুল আহসান লিমন সাবেক সহসভাপতি ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় , ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই এই দুই কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর আগে বিষয়টি তদন্ত করে তাঁদেরকে শোকজ ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিলো। কিন্তু যথাযথ ব্যাখ্যা না পাওয়ায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।