গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির প্রতিবাদে ঢাকা জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে আশুলিয়ায় বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকা জেলা ছাত্রদল।
সোমবার আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বিক্ষোভ মিছিলটি পলাশবাড়ী ও নবীনগর এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে সমাবেত হয়।
ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- আহবায় মো: সাজ্জাদ হোসেন আদরের নেতৃত্বে এতে অংশগ্রহণ করেন, ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম- আহবায়ক হামিদুর রহমান সাদ্দাম, সদস্য সুমন গাজী, মোঃ সাাইফুল ইসলাম সুমন, শহাদাত হোসেন, রুবেল হোসেন, আব্দুল আলীম, আশুলিয়া থানা ছাত্রদল নেতা মাহাফুজুল ইসলাম মাহফুজ, রায়হান হোসেন, মোজ্জামল হক সবুজ, সাভার পৌর ছাত্রদল নেতা হেদায়েত, আশরাফুল, সাভার কলেজ ছাত্রদল নেতা মোস্তফা, সাভার থানা ছাত্রদল নেতা শারুক, আনোয়ার, শান্ত সহ আরো বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ।
এসময় ছাত্রদল নেতা আদর বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন, তার আলোকে বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই বাংলাদেশের বিভিন্ন পথে বাধা সৃষ্টি করার জন্য তার উপর ঈর্ষান্বিত হয়ে কিছু কতিপয় মহল বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছে।
বিএনপি সহ আগামী দিনের রাষ্ট্রনায় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমানের নামে কোন মিথ্যা অপবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা-কর্মীদের গায়ে রক্ত থাকতে মেনে নিবে না।
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে বাংলাদেশে পরিচালিত হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সজাগ আছি।