৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, জোটে যাচ্ছে না দলটি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে লড়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তাদের নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। এর আগে দুপুরে নির্বাচন কমিশন এনসিপিসহ আরও তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়।
ইসি ঘোষণায় এনসিপিকে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কে ‘কাঁচি’, এবং আমজনগণ পার্টিকে ‘হ্যান্ডশেক’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


