গাড়ীবহর নিয়ে লংমার্চে সারজিস আলম!
চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলাজুড়ে লংমার্চ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠ থেকে লংমার্চ শুরু হয়। এক হাজার মোটরসাইকেল নিয়ে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন বলে দাবি সংগঠনটির। লংমার্চ চলাকালে পথে পথে তিনটি পথসভা করে সাধারণ মানুষকে সচেতন করার কার্যক্রম চলেছে।
সারজিস আলম জানান, এই কর্মসূচির মাধ্যমে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির সাথে জড়িতদের কাছে কঠোর বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রাত ৯টায় পঞ্চগড় শহরের শের ই বাংলা পার্ক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে লংমার্চের সমাপ্তি হবে।


