“বিএনপির খসরু: গোপন মিটিংয়ে রাজনীতির কোনো প্রভাব নেই”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনীতিতে “কেউ কিছু জানে না, এমন অনেক মিটিং হচ্ছে”। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
আমির খসরু বলেন, "আওয়ামী লীগের এক নেতার বাসায় বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈঠক রাজনীতিতে বিএনপির কোনো প্রভাব ফেলে না। কতজন কোথায় মিটিং করবে—এ ব্যাপারে বিএনপি কোনো মন্তব্য করে না। " তার কথায়, গুরুত্বপূর্ণ হলো আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের ইচ্ছাকে অগ্রাধিকার দেওয়া।
তিনি আরও বলেন, "বিএনপি ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করতে চায়, যার জন্য স্কিল ডেভেলপমেন্টে জার্মানির সঙ্গে সহযোগিতা গুরুত্বপূর্ণ। " এ বৈঠকে জার্মান বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে ভালো পরিবেশ নিশ্চিত করতে এবং নির্বাচনের স্থিতিশীলতা প্রয়োজন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


