রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র জনগণ পছন্দ করে না — রাশেদ খান
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সঙ্গে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তাদের ডাকা হয়েছিল, এবং আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রাশেদ খান বলেন, “আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা নতুনভাবে আলোচনা শুরু করছি। বিশেষ করে, কিছু দল সর্বশেষ দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোটের প্রসঙ্গে ভিন্নমত প্রকাশ করেছিল, কিন্তু আজকে তারা ইউটার্ন করেছে।”
তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট করেছি যে, রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র জনগণ পছন্দ করে না। সকালে এক কথা, বিকালে আরেক কথা, আজকে এক কথা, কালকে আরেক কথা—এটি গ্রহণযোগ্য নয়।”
রাশেদ খান জানান, ঐকমত্য কমিশনে তিনি জোর দিয়েছেন যে, “গণঅভ্যুত্থানের পর গঠিত ঐকমত্য কমিশনের লক্ষ্য ছিল সামনে অগ্রসর হওয়া, কিন্তু আজকের আলোচনা দেখে মনে হচ্ছে আমরা পিছনে ফিরে যাচ্ছি। আমাদের হতাশা একদমই প্রকাশ করেছি, যা জনগণও প্রত্যাশা করে না।”
তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে তারা জাতিকে সেরা নির্বাচন উপহার দেবে। কিন্তু নির্বাচনের প্রস্তুতি না নিয়ে প্রতিদিনই ভিন্নমত প্রকাশ করা হচ্ছে। আমাদের নয়টি রাজনৈতিক দল বসে আলোচনা করেছি, আজকের বৈঠকে তাদের মধ্যে ভিন্নমত দেখা গেছে।”
রাশেদ খান আক্ষেপ করে বলেন, “যদি এইভাবে আলোচনা অব্যাহত থাকে, তবে এক মাসের মধ্যে আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারব না।”


