অপ্রয়োজনে কোনো ধরনের স্বচ্ছতার অভাব বা চাপ মেনে নেওয়া হবে না — সারজিস আলম!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নওগাঁয়ে এনসিপির জেলা শাখার সমন্বয় সভার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সারজিস আলম বলেন, "শাপলা প্রতিকে নির্বাচন করার বিষয়ে আইনগত কোনো বাঁধা নেই। " তিনি আরও বলেন, "নির্বাচন কমিশনকে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে কাজ করতে হবে এবং কোনো ধরনের বাহ্যিক চাপের কাছে নেতাগাউন ভাঙা যাবে না। " “নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করে, আমরা তা মেনে নেব; কিন্তু অপ্রয়োজনে কোনো ধরনের স্বচ্ছতার অভাব বা চাপ মেনে নেওয়া হবে না,” তিনি বলেন।
তিনি নির্বাচনপর্যায় কিছু উপদেষ্টাদের (অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের উপদেষ্টা) দায়িত্বপ্রতিষ্ঠায় অনীহা প্রদর্শনের কথাও উল্লেখ করেন। সারজিস বলেন, “নির্বাচন সম্পন্ন করে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে দায়িত্ব থেকে সরে যাওয়াই যে উদ্দেশ্য, সেটিই যদি হয়ে থাকে—তাহলে এমন অনভিপ্রেত মনোভাব গ্রহণযোগ্য নয়।” তিনি কড়া ভাষায় সতর্ক করে বলেন, যারা দায়িত্ব পালনে ভয় পায় তাদের দায়িত্বপালনের যে নৈতিক দায় আছে, তা বিবেচনা করা উচিত।
এছাড়া সারজিস আলম মন্তব্য করেন, “বাংলাদেশের সৎ ও ভালো মানুষরা একত্রিত হয়ে নতুন রাজনৈতিক মহল গড়তে পারে। তবে আওয়ামী লীগের কোনো পুনরাবৃত্তিমূলক রূপ আগামী দিনে প্রাসঙ্গিক হবে না—এটি এনসিপি কখনই মেনে নেবে না।”
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় পর্যায়ের দলের নেতারা; সভায় পরবর্তী কর্মসূচি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এনসিপি সূত্রে জানা গেছে, শিগগিরই কেন্দ্রীয় এবং জেলার স্তরে প্রচারণা কর্মী গঠন বিষয়ে ঘোষণা দেয়া হবে।


