"আমরা শূন্য বুলি দিই না" — তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে তার অংশীদার হয়ে, বাধা হয়ে নয়। শনিবার (১১ অক্টোবর) আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আজ আমরা উদযাপন করছি প্রতিটি কন্যাশিশুর অধিকার—স্বপ্ন দেখা, শেখা, নেতৃত্ব দেওয়া এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার। একজন কন্যাসন্তানের বাবা হিসেবে আমি জানি মেয়েদের ক্ষমতায়ন কোনো নীতি নয়, এটি ব্যক্তিগত দায়িত্ব ও অঙ্গীকার। প্রতিটি মেয়ের জন্য স্বাধীনতা, সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, বিএনপি সরকার সবসময় মানুষের জীবন উন্নয়নের ঐতিহ্য গড়ে তুলেছে এবং সুযোগ পেলেই সেই কাজ আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। তার বক্তব্যে তিনি ইতিহাসের উদাহরণও তুলে ধরেন—প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তৈরি পোশাক শিল্পকে নারীদের জন্য সম্ভাবনার প্রতীক হিসেবে গড়ে তোলা হয়, এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মেয়েদের শিক্ষা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়।
তারেক রহমান আরও বলেন, ‘Female Secondary School Assistance Project’ (মাধ্যমিক বিদ্যালয় সহায়তা প্রকল্প) মেয়েদের বিদ্যালয়ে অংশগ্রহণের হার ছেলেদের সমান করে তোলে, বাল্যবিবাহ কমায় এবং মেয়েদের শিক্ষার বৈপ্লবিক মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি পায়।
বিএনপির ভবিষ্যৎ নীতিমালায় কন্যাশিশু ও নারীদের জন্য প্রধান উদ্যোগগুলো হবে:
১. ফ্যামিলি কার্ড দিয়ে সহায়তা সরাসরি পরিবারের নারী প্রধানের হাতে পৌঁছে দেওয়া।
২. এসএমই ঋণ ও ব্যবসায় প্রশিক্ষণ দিয়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা।
৩. শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো।
৪. নারীদের রাজনীতি, শাসন ও নীতিনির্ধারণে অংশগ্রহণ নিশ্চিত করা।
৫. মেয়েদের মর্যাদা ও স্বাধীনতার সুরক্ষা।
৬. স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নারী ও কন্যাশিশুর কল্যাণকে কেন্দ্রীয় নীতি হিসেবে নেওয়া।
শেষে তারেক রহমান বলেন, “আমরা শূন্য বুলি দিই না। প্রতিটি কন্যাশিশুর স্বপ্নের পাশে রাষ্ট্র থাকবে তার অংশীদার হয়ে, বাধা হয়ে নয়।”


