বাবার ছুরিকাঘাতে তিন বছরের শিশু খুন!
টাঙ্গাইলের ঘাটাইলে ঘুমন্ত ৩বছরের শিশু মেয়েকে ছুরিকাঘাতে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন বাবা। রবিবার রাত ১০টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে এই ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত তোয়া (৩) একই এলাকার মুক্তার আলীর মেয়ে। ঘটনার পর বাবা মুক্তার আলী পালিয়ে গেলেও সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, মুক্তার আলী প্রায় এক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে তাঁকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও সে পুরোপুরি সুস্থ হয়নি। গতকাল রাতে হঠাৎ তিনি ক্ষিপ্ত হয়ে ঘুমিয়ে থাকা ৩বছরের মেয়ে তোহার বুকে ছুরিকাঘাত করে। এসময় তোহার মা রুমি আক্তারের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তার আলী মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিশুটিকে হত্যা করেছে। এবিষয়ে মামলা হওয়ার পর সকালে মুক্তার আলীকে গ্রেফতার করা হয়েছে।


