ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকে কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে লিগ্যাল নোটিশ!
দৈনিক আল ইহসান পত্রিকার রিপোর্টার মুহম্মদ আরিফুর রহমানের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাঠানো হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমরের মাধ্যমে, রেজিস্টার্ড ডাকযোগে।
নোটিশে বলা হয়েছে, ২০২৫ সালের ৬ অক্টোবর ‘চরমোনাই দর্পণ’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে ফয়জুল করিম কুরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। ভিডিওতে তিনি বলেন, ‘শুধু কুরআন কিচ্ছু না’ এবং ‘শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি’।
নোটিশে উল্লেখ করা হয়েছে, এই মন্তব্য পবিত্র কুরআনের মর্যাদা ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেছে। এছাড়া বলা হয়েছে, কুরআনের প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
লিগ্যাল নোটিশে ফয়জুল করিমকে নির্দেশ দেওয়া হয়েছে, নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে মন্তব্যগুলো প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে, নাহলে নোটিশদাতা আইনের আশ্রয় নেবেন।


