আন্তর্জাতিক অপরাধ মামলা: ১৫ সেনা কর্মকর্তা সেনা হেফাজতে!
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা মামলার চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) রয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি বলেন, “যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে আছেন। মোট ১৬ জনকে আমরা সেনা হেফাজতে উপস্থিত হতে বলেছিলাম। তাদের মধ্যে ১৫ জন হাজির হয়েছেন, একজন এখনো আসেননি।”
এ সময় মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও বলেন, "সেনা সদস্যদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হবে। " সেনাবাহিনী আইন ও শৃঙ্খলার বাইরে কোনো অবস্থান গ্রহণ করবে না বলেও তিনি মন্তব্য করেন।


