ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ডিএমসিসি ক্যাম্পাসে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেছেন, হাসপাতাল এলাকায় সুস্থ পরিবেশ ও যানজট নিরসনে ঢাকা মেডিকেল কলেজের সামনে আর কোনো মুনাফালোভীদের অবৈধ ব্যবসার সুযোগ দেওয়া হবে না।
শনিবার (১১ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ফুটপাতে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদের সময় তিনি এ মন্তব্য করেন। শাহজাহান মিয়া বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে ডিএসসিসি ও হাসপাতাল কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করবে।”
ডেঙ্গু সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএসসিসি এলাকায় প্রকৃত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে উল্লেখের চেয়ে অনেক কম। রাজধানীর প্রধান হাসপাতালগুলো এখানে থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে রোগীরা চিকিৎসার জন্য আসেন।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজসহ প্রধান ক্যাম্পাসগুলোতে পরিচ্ছন্নতা ও মশক নিধনে সমন্বিত কার্যক্রম চালানো হবে। “জ্ঞানচর্চার এই তিনটি প্রাণকেন্দ্রে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ক্যাম্পাস প্রশাসন ও ডিএসসিসি একসঙ্গে কাজ করবে,” তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো আমাদের ক্যাম্পাসগুলো পরিচ্ছন্ন রাখতে বহিরাগত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা একসঙ্গে অব্যাহতভাবে কাজ করব। নাগরিকদের অভ্যাসগত পরিবর্তন আনা ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা কামনা করছি।”
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক, বুয়েট ও ডিএমসি প্রশাসনের অন্যান্য সদস্যরা।


