সারাদেশে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫!
সারাদেশে আগামী রোববার (১২ অক্টোবর) থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এই ক্যাম্পেইনের আওতায় প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজ টাইফয়েডের টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
ডা. সায়েদুর রহমান জানান, স্কুলে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত, আর কমিউনিটি ক্লিনিকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। এ পর্যন্ত প্রায় ১ কোটি ৬৮ লাখ শিশু টিকার জন্য নিবন্ধিত হয়েছে। যারা স্কুলে পড়েন না বা জন্মনিবন্ধন সনদ নেই, তাদের ম্যানুয়ালি নিবন্ধন করা হবে।
তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে টিকার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ক্যাম্পেইন ও ভ্যাকসিনেশনের জন্য সব সহায়তা দিচ্ছে গ্যাভি, সরকারের কোনো খরচ নেই। নির্ধারিত বয়সের সকল শিশুর জন্য পর্যাপ্ত টিকা মজুদ আছে। এই টিকা শিশুদের ৩ থেকে ৭ বছর পর্যন্ত টাইফয়েড থেকে সুরক্ষা দেবে। কোনো সার্ভিস চার্জ বা অন্যান্য খরচ নেওয়া হবে না।
ডা. সায়েদুর রহমান বলেন, "টিকাদান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের ঝুঁকিতে ফেলে পরিচালনা করা হবে না।"


