যশোরে বিএনপি নেতা তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং দক্ষিণ-পশ্চিম জনপদের উন্নয়নের কারিগর হিসেবে খ্যাত তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে যশোর শহরের কারবালা কবরস্থানে দলীয় নেতাকর্মীরা তার কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। পরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে প্রয়াত এই রাজনীতিকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
একই দিনে জেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে টুপি ও জায়নামাজ বিতরণ করা হয়।
বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নিয়ে তরিকুল ইসলামের অবদান স্মরণ করেন।


