গাজার ওপর ইসরাইলি আগ্রাসনের দুই বছর হলো আজ!
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসনের দুই বছর পূর্ণ হলো। ২০২৩ সালের এই দিনে হামাস ও কিছু ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে আকস্মিক হামলা চালিয়ে ইসরাইলের প্রতি প্রতিক্রিয়া দেখায়।
হামলায় ১,১৯৫ জন ইসরাইলি ও বিদেশি নাগরিক নিহত হন, যার মধ্যে ৮১৫ জন বেসামরিক। ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। জবাবে ইসরাইল গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে সামরিক অভিযান শুরু করে, যা এখনও অব্যাহত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কমপক্ষে ৬৭ হাজার ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় অর্ধেক নারী ও শিশু। ইসরাইলি বোমাবর্ষণে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল ও পানির ব্যবস্থা ধ্বংস হয়েছে। লক্ষ লক্ষ গাজাবাসী এখন খোলা জায়গা বা শিবিরে জীবনযাপন করছেন।
৩৬ বছর বয়সি হানান মোহাম্মদ বলেছেন, “আমরা সবকিছু হারিয়েছি—ঘরবাড়ি, পরিবার ও প্রতিবেশী। যুদ্ধবিরতি এবং রক্তপাতের অবসানই আমাদের একমাত্র আশা।”
এদিকে, মিশরের শারম আল শেখে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন হামাস ও ইসরাইলের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে চুক্তি সম্পাদনের চেষ্টা করছেন। প্রথমদিনের আলোচনা ‘ইতিবাচক পরিবেশে’ শেষ হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।


