গাজায় যুদ্ধবিরতিতে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা রাশিয়ার!
পারস্পরিক নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা থাকলেও গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, গাজায় রক্তপাত বন্ধের জন্য এই মুহূর্তে ট্রাম্পের পরিকল্পনাই ‘সেরা’, যদিও এটি ‘আদর্শ’ নয়।
মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “আমরা বাস্তববাদী। বর্তমানে গাজায় রক্তপাত থামানোর জন্য ট্রাম্পের পরিকল্পনাই সবচেয়ে কার্যকর। এখনো এর বিকল্প কিছু নেই।”
তবে তিনি বলেন, “এই পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি উপেক্ষিত হয়েছে, যা মূল সমস্যার কেন্দ্রবিন্দু। তবুও এখন সবচেয়ে জরুরি হলো রক্তপাত বন্ধ করা।”
ল্যাভরভ আরও জানান, গাজায় যুদ্ধবিরতি ও দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে যদি ইসরায়েল, হামাস, যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার রাশিয়ার সহযোগিতা চায়, মস্কো সে প্রস্তুতি রেখেছে।
গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেন। তার পাশে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পরিকল্পনাটি ইসরায়েল, হামাস, মিসর ও কাতারকে পাঠানো হয়। পরে হামাসের সম্মতি পাওয়ার পর ৬ অক্টোবর মিসরের শারম আল শেখ শহরে পাঁচ পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়।
দুই দিনের আলোচনার পর ইসরায়েল ও হামাস ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক বাস্তবায়নে সম্মত হয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, রাশিয়া বরাবরই মধ্যপ্রাচ্যে দ্বি-রাষ্ট্র সমাধানের (টু স্টেট সলিউশন) পক্ষে অবস্থান নিয়ে আসছে। ২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘে প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দেয় দেশটি।


