তিব্বতের দুর্গম উপত্যকায় ভয়াবহ তুষারঝড়, উদ্ধার ৯০০ জন!
তিব্বতের কারমা ভ্যালিতে ভয়াবহ তুষারঝড়ে আটকা পড়া শতাধিক পর্বতারোহী, স্থানীয় গাইড ও ইয়াক চারণকারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল তুষারপাতের পর এই দুর্গম উপত্যকায় আটকা পড়েছিলেন মোট ৫৮০ জন পর্বতারোহী এবং ৩০০-রও বেশি স্থানীয় গাইড ও পশুচারণকারী।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, উদ্ধারকারী দল রোববার পর্যন্ত প্রায় ৩৫০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনে। গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) শেষ ধাপে আরও শতাধিক আরোহীকে নিরাপদে স্থানান্তর করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এটি অঞ্চলটির অন্যতম বৃহৎ উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেছে।
কারমা ভ্যালি এভারেস্টের পূর্ব ঢালে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,২০০ মিটার উচ্চতায় অবস্থিত। গত শুক্রবার ও শনিবারের প্রবল তুষারঝড়ের কারণে এলাকা প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধারকারী দল খাবার, ওষুধ, অক্সিজেন ও গরম রাখার সামগ্রী নিয়ে সেখানে পৌঁছে আটকে পড়া প্রায় ৯০০ জনকে নিরাপদ স্থানে নিয়ে আসে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সবাই এখন নিরাপদে আছে এবং ধীরে ধীরে তাদের নিজ নিজ এলাকায় পাঠানো হচ্ছে। চীনের আট দিনের ছুটিতে বিভিন্ন অঞ্চল থেকে বহু পর্যটক তিব্বেতের দুর্গম এলাকায় ভ্রমণে গিয়েছিলেন।
এদিকে, চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট ও দৌইনে অনেকেই এই অভিযাত্রীদের সমালোচনা করেছেন। তাদের মতে, বিপজ্জনক এলাকায় ধনী শ্রেণির অভিযান অপ্রয়োজনীয় ঝুঁকি তৈরি করছে।
এক অভিযাত্রী এরিক ওয়েন জানান, “আগের কিছু মানুষ বরফে পথ তৈরি করে দিয়েছিলেন, সেই পায়ের ছাপ অনুসরণ করে এগিয়েছি। নইলে হয়তো আমরা কেউই ফিরতে পারতাম না।” তিনি আরও বলেন, “১৯ কিলোমিটার পথ তুষার ভেদ করে হেঁটে বের হতে হয়েছে আমাদের।”


